ফরিদপুরে গাঁজাসহ আটক ১
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র্যাব-৮এর একটি দল মঙ্গলবার সকাল ৮টা ৪০মিনিটের সময় নগরকান্দা উপজেলার তালমা মোড় থেকে মোঃ বকুল মিয়া নামে এক গাজা বিক্রেতাকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এর নেতৃত্বে একটি দল তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটক বকুলকে জিঞ্জাসাবাদে তার দক্ষিণমুখী টিনের ঘরে বিধি মোতাবেক তল্লাশী করে তার খাটের নিচ হতে পলিথিনের ব্যাগে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত বাড়ী মোঃ বকুল মিয়া(৫০), পিতাঃ মোঃ সেকেন মিয়া, সাং পোড়াদিয়া বালিয়া, থানাঃ নগরকান্দা, জেলা-ফরিদপুর বলে জানায় এবং স্বীকার করে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ তাকে নগরকান্দা থানায় হস্তান্তর পূর্বক নগরকান্দা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
(এসডি/পিবি/জুন ১৭,২০১৫)