কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে এক কেজি ৭শ’ গ্রাম স্বর্ণ ও নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও (চট্টমেট্টো-ট-১১-৬২০২) জব্দ করা হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু তুলাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রাম সদরঘাটের ডিটি লিংক রোডের রশিদ মার্কেট লেইনের পশ্চিম মাদারবুনিয়ার মৃত ইউনুছের ছেলে মো. সাইফুল্লাহ (৪২) ও পাঁচলাইশের নাসিরাবাদ হাউজিং সোসাইটির এক নম্বর রোড়ের আট নম্বর বাসার মৃত তামিম দুলালের ছেলে রশিদ আহাম্মদ (৪৯)।

কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, মঙ্গলবার সাইফুল্লাহ ও রশিদ ভাড়া করা একটি মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম থেকে টেকনাফ আসেন। বুধবার সকাল ১০টার দিকে টেকনাফ থেকে তারা আবারো চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে রামু রাবার বাগান এলাকায় ডিবির নিয়মিত টইল দল গাড়িটিতে তল্লাশিতে চালায়। এ সময় গাড়িতে থাকা ব্যাগে তল্লাশি করে স্বর্ণ ও নগদ টাকা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে।

(ওএস/পিবি/ মে ১৩, ২০১৫)