দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে আজ শুক্রবার ৪টি ককটেলসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, এরা সকলেই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী এবং এরা নাশকতার উদ্দেশে গোপন বৈঠক শেষে দিনাজপুর শহরে ফিরছিলো। 

গোয়েন্দা পুলিশ জানায়, দিনাজপুর সদর উপজেলার ঠাকুরাইন বাজার এলাকায় নাশকতার উদ্দেশ্যে ছাত্রশিবিরের গোপন বৈঠক শেষে দিনাজপুর শহরে ফেরার পথে পুলহাট এলাকায় ৮ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মোস্তাফিজুর রহমান (২৩), নুরুল হুদা (২৩), নাসিরউদ্দীন (২৫), আবুল কালাম (২০), আবুল কাশেম (২৩), ফজলে রাব্বী (২৫), একরামুল হক (২৫) ও শামসুজ্জামান (২৮)। এরা সকলেই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ এদের তল্লাশী করে ৪টি ককটেল উদ্ধার করেছে।

(এটি/এএস/মার্চ ১৩, ২০১৫)