আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনামুল হক (৩২) নামে এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাত ১০টার দিকে আজমপুর এলাকা থেকে তাকে ‍আটক করা হয়।

আটক এনামুল কুমিল্লার হোমনা উপজেলার উত্তর পাড়ার মৃত সামছুল হকের ছেলে।

আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে আজমপুরের সীমান্ত এলাকায় পুলিশ পরিচয়ে এনামুল সাধারণ লোকদের তল্লাশি করছিলেন। এসময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা এনামুলকে আটক করে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেয়।


(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)