মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মা নদীর লৌহজং চ্যানেলে একটি ড্যাম ফেরির থোবালের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবোঝাই ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজও নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিওটিসি) কর্মকর্তারা জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউনুস আলী জানান, ট্রলারে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পেয়েছেন।

বিআইডব্লিওটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, পাথরবোঝাই ট্রলারটি ফেরিটিকে ধাক্কা দেওয়ার পরপরই তলিয়ে যায় । পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজের জন্য পাথর নিয়ে ট্রলারটি মাওয়া থেকে জাজিরা যাচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৪)