গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।আজ সকাল ৭টার দিকে নৌযান চলাচল শুরু হয়।

বুধবার রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে পদ্মা নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে নৌযানগুলোর দিক হারিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে এ নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয় চারটি ফেরি। ফলে কনকনে শীতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, সকালে কুয়াশা কিছুটা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হয়। পরে আটকে পড়া ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

(ওএস/এসসি/ডিসেম্বর১১,২০১৪)