রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষে সোমবার দুপুরে প্রশাসনের কর্মকর্তা ইউপি চেয়ারম্যানদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জেলার ভিক্ষুকের সংখ্যা নির্ণয় করে একটি তালিকা প্রস্তুতের পর তাদেরকে ভিজিএফ কার্ড বিতরণ, কর্মক্ষম লোকদের সুদ মুক্ত ঋণ প্রদান করা হবে। এছাড়া সন্তানরা তার বাবা-মাকে ভরণ পোষণ না দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজ দেয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোনামণি চাকমা, বেসরকারি সংস্থা কেকেএস এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার প্রমুখ। সভায় চার উপজেলার নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(এসএসসি/এএস/ডিসেম্বর ০৮, ২০১৪)