বিনোদন ডেস্ক : প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে ডিভোর্স ও তার একমাত্র সন্তান আরিয়ানের নামে ব্যাংকে ২০ লাখ টাকা এফডিআর করে দিয়ে আপোস-মীমাংসা করে নিয়েছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি। এতে করে অনন্যা আর মামলা চালাবেন না বলে জানালে আরফিন রুমিকে নারী নির্যাতন মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার রুমির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় মামলা তুলে নেওয়ার কথা জানান তিনি।

২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে আরফিন রুমির বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন লামিয়া ইসলাম অনন্যা।

অনন্যা জানান, রবিবার আরফিন রুমির সঙ্গে তার আপোস-মীমাংসা ও ডিভোর্স হয়ে গেছে। প্রতিশ্রুতি মোতাবেক তার ও তার ছেলের ভরন-পোষণের জন্য ব্যাংকে তার একমাত্র সন্তান আরিয়ানের নামে ২০ লাখ টাকা এফডিআরও করে দিয়েছেন রুমি।

এ কারণে তিনি আর মামলা চালাবেন না জানিয়ে অনন্যা বলেন, আসামিকে খালাস দিলে তার কোনো আপত্তি নেই। রুমির বিরুদ্ধে প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করার মামলাটিও তিনি আগামী ধার্য তারিখে প্রত্যাহার করে নেবেন বলে জানান অনন্যা। আদালতে আরফিন রুমিও হাজির ছিলেন।

পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক আরিফুর রহমান রুমিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস দেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)