রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহন নামের একটি বাসের ভাড়া কমানোর দাবিতে চলা আমরণ অনশন কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে আজ শনিবার বিকেল ৫টায় গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন বসে কিছু শিক্ষার্থী। সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে, ঢাকা-ফরিদপুর রোডে গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাড়া কমানোর দাবীতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আমরণ অনশন কর্মসূচি পালন করতে বসেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক- ‌কাজী রিয়াজ, হিমেল, নিলয় সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা। আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী গোল্ডেন লাইন পরিবহনকে ভাড়া নির্ধারণ করতে হবে। তারা বলেন, ফরিদপুর-ঢাকার দূরত্ব ১২০ কি.মি. কিন্তু ভাড়া নেওয়া হয় ৪৫০ টাকা। যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এছাড়াও ফরিদপুর জেলায় গোল্ডেন লাইন পরিবহনের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সকল যানবাহনকে চলতে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার আহ্বান করেন তারা। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার উপস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা সকল ছাত্র-ছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী সোমবার এ ব্যাপারে গোল্ডেন লাইন বাস পরিবহনের মালিক করিম গ্রুপের সাথে আলোচনা সাপেক্ষে সকলের উপস্থিতিতে উক্ত ভাড়ার বিষয়টি মীমাংসিত হবে। ডিসির আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের চলমান কর্মসূচি আগামী সোমবার আলোচনা পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

এই বিষয়ে গোল্ডেন লাইন পরিবহনের ফরিদপুর অঞ্চলের ম্যানেজার মো. রেজাউল করিম বাচ্চু কাছে জানতে চাইলে তিনি 'দৈনিক বাংলা ৭১'কে জানান, 'আমরা যাত্রীদের উচ্চমানের সেবা নিশ্চিত করি বিধায় অন্যান্য পরিবহন অপেক্ষা আমাদের খরচ একটু বেশি, ভাড়াও একটু বেশি'। তিনি আরো জানান, 'ডিসি অফিসে এসব বিষয়ে দু'একদিনের মধ্যে আলোচনা সভা হবে। আশা করছি ব্যাপারটি ওইখানেই মীমাংসা হবে'।

এছাড়া, ওই সভায় বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের ভুল বুঝাবুঝির অবসান হবে বলেও আশা প্রকাশ করেন বাচ্চু।

(আরআর/এএস/অক্টোবর ০৫, ২০২৪)