মোঃ আল-আমিন, শ্রীমঙ্গল : সবার আগে বাংলাদেশ, তরুণরাই গড়বে দেশ’ এই স্লোগানকে সামনে রেখে গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা শীর্ষক আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে শহরের টি ভ্যালী রেস্টুরেন্টের হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান।

সংগঠনের শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. আরিফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত পাল শুভ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ জেলা শাখার সদস্য অপু রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তানিম আহমেদ রুহিন, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ ফাহিম, কুলাউড়া শাখার সভাপতি তুহিন আহমদ, সাধারণ সম্পাদক, ইমন আহমদ, কমলগঞ্জ শাখার সভাপতি মো রুহেল, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের আবু সুফিয়ান রায়হান প্রমুখ।

পরিচিতি সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিপি নরুল হক নুর আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার হাতকে শক্তিশালী করতে ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নুর পটুয়াখালীর গর্ব সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে। আমাদের লক্ষ্য নুরুল হক নুরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথ থেকে উঠে আসা নেতা ভিপি নুরুল হক নুর। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশের বিনির্মাণ হবে।

এর আগে পরিচিতি সভার শুরুতে শ্রীমঙ্গল চৌমুহনী থেকে কলেজ রোড-ভানুগাছ রোড হয়ে নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানিয়ে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়কে শোডাউন দিয়ে অনুষ্ঠান স্থলে এসে জমায়েত হয়।

(এএ/এসপি/অক্টোবর ০৫, ২০২৪)