তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে।

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সরাফত আলী, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন।

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচী গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনাসভা ও র‌্যালী করেছে জেলা প্রশাসন।

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরে একটি র‌্যালী বের করা হয়য়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও শিক্ষকরা বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৫, ২০২৪)