আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের বার্থী এলাকায় বলাকা ও ইউনিক পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১২জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভতি করেছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, দূর্ঘটনা কবলিত বাস দুইটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে গত ২৮ সেপ্টেম্বর ভোরে মহাসড়কের বার্থী ইউনিয়নের গাইনের পাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত স্থানীয় আকবর ঘরামী শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০২৪)