বিনোদন ডেস্ক : ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ সেরা হলেন বি প্রসাদ। আসন্ন নভেম্বরে ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ১১তম আসরে ভিয়েতনামে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। বাংলাদেশ ছাড়াও সেখানে আরও ৭৫টি দেশ অংশ নেবে।

বুধবার (০২ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে এই ঘোষণা দেওয়া হয়।

এরিস্টক্রাট ইভেন্টস আয়োজিত ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ প্রথম রানার আপ নির্বাচিত হন শামসুল আলম। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হন সেরাজুস সালেকিন এবং রাফসান জনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বি প্রসাদ বলেন, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বিচারকরা তাদের সঠিক রায় দিয়েছে। আমি যেহেতু ভিয়েতনামে যাব তাই বেশ এক্সসাইটেড। সবার কাছে একটা রিকোয়েস্ট বাংলাদেশকে জয়ী করতে হলে আপনাদের সবার ভোট প্রয়োজন। আশা করছি ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ দেশের জন্য ভালো কিছু করতে পারব।

গ্র্যান্ড ফিনালে বিচারক প্যানেলে ছিলেন রবার্ট ম্যাককেলভি, সানজিদা আরেফিন লুনা, খালেদ হোসাইন সুজন ও গোলাম সামদানি ডন। সঞ্চালনা করেছেন আরজে নিরব।

আয়োজনে আরও উপস্থিত আয়োজনের লাইসেন্স ওনার ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের চেয়ারম্যান দোলা হাসান, ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর চ্যাম্পিয়ন মেহেদী হাসান ফাহিম ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর চ্যাম্পিয়ন শাম্মী ইসলাম নীলাসহ অনেকেই।

(ওএস/এএস/অক্টোবর ০৪, ২০২৪)