রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মদ্যপ অবস্থায় ভারত থেকে পিকআপ চালিয়ে বিজিবি’র ক্রসিং গেট ভেঙে ভোমরা বন্দরে ঢোকার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত ২টায় সাতক্ষীরায় ভোমরা বন্দরের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার(২০)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: আশরাফুল হক শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, শুক্রবার দিবাগত রাত দুটোর দিকে ভারতীয় পিকআপ ঘোজাডাঙায় ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং সাতক্ষীরার ভোমরা বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে। এতে ক্রসিং গেট সহ ৩টি রোড ডিভাইডার, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। পিকআপটির চালক মদ্যপ অবস্থায় ছিলো এবং তাদেরকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় পিকআপটিকেও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বিজিবি’র পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। তাদেরকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৪)