একে আজাদ, রাজবাড়ী : সাবেক এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সরকারের আমলে স্বৈর শাসক আপনারা দেখেছেন। তাদের নিজেদের আন্দোলন করা কেয়ার টেকার সরকার আইন ক্ষমতায় আসার পর ২০১৩ সালে বাতিল করে দেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেন।

২০২৪ সালে ভোট বর্জন করায় ৫% ভোট কাস্ট হয়। জামায়াতের নেতাদের নির্বিচারে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে। বিগত সরকারের আমলের স্বরাষ্ট্র মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করে জামায়াতের কোন এমপি মন্ত্রী আটক করছেন না কেন। উত্তরে তিনি বলেছিলেন, আমি দূরবীন দিয়ে কোন দূর্নীতি খুঁজে পাইনি। আপনাদের জানা থাকলে তথ্য দিন।

শুক্রবার বিকেল ৪ টায় রাজবাড়ী পৌর অডিটরিয়ামে রাজবাড়ী পৌর শাখা ও সদর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

রাজবাড়ী সদর উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী সদর উপজেলা শাখার আমীর মাওঃ সাঈয়েদ আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, রাজবাড়ী জেলা আমীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম, রাজবাড়ী জেলা জামাদার সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, জামায়াত নেতা শামসুল ইসলাম আল বরাটি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে রাজবাড়ী জেলা ছাত্র শিবিরের উপস্থাপনায় দলীয় সংগীত ও চেতনা শিল্পগোষ্ঠী আয়োজনে ইসলামী সংগীত পরিচালনা করা হয়।

(একে/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৪)