রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : 'সৃজনশীল সমাজ ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূইয়া পিংকু।

শুক্রবার বিকেলে ফরিদপুর পৌরসভার পারচরে যুব ও ছাত্র সমাজ আয়োজিত, স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরআগে, ফরিদপুর পৌরসভার পারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৩০ আগস্ট এই টুর্নামেন্টটির উদ্বোধন করেন পারচরে যুব ও ছাত্র সমাজের নেতা শেখ শহিদুল ইসলাম (শহীদ মেম্বার)।

শুক্রবার ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মো. মোতালেব শেখ-এর সভাপতিত্বে ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে 'ফিউচার স্টার'।

খেলাটি নির্ধারিত সময়ে গোল শূণ্য ড্র হয়ে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে 'পারচর সেভেন স্টার'কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় 'ফিউচার স্টার'।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হাসান ভূইয়া পিংকুকে সম্মাননা স্মারক প্রধান করেন স্থানীয় সাবেক মেম্বার ও যুবদল নেতা শেখ শহিদুল ইসলাম। প্রায় দুই হাজার দর্শক স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ওই ফাইনাল খেলাটি উপভোগ করেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৪)