মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান শ্রমিক ফেডারেশন সুবর্ণচর উপজেলা কমিটি গঠন করার উদ্যোগে পরিবহণ শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫ টায় চরজব্বর থানার সামনে রাজ দরবার কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব নেতা সানা উল্যাহ রাসেলের সঞ্চালনায়, শ্রমিক নেতা বাহার উদ্দিন বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গোলাম ফারুক, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনিতীবিদ নিজাম উদ্দিন ফারুক, নুর উদ্দিন শামীম, আব্দুল কাদের মুহুরী, যুব নেতা ইব্রাহিম খলিলসহ শ্রমিক ফেডারশনের উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চালকরা অসহায়, দরিদ্র পরিবারের লোক, অনেক সময় রাস্তায় তাদের হয়রানী হতে হয়। আবার অনেক চালক আছে অনেকে যাত্রীর সাথে দর্ব্যাবহার করে যা কখনোই কাম্য নয়। দেশের ক্লান্তি লগ্নে, দেশকে স্বাধীন করতে অনেক চালক ভাইয়েরা জীবন দিয়েছেন। আমাদের এ সংগঠনে কেউ চাঁদাবাজী করতে পারবেনা। সকড়ে চাঁদাবাজী করতে দেয়া যাবেনা। নায্য ভাড়ার ওপর অতিরিক্ত ভাড়া নেয়া যাবেনা। যাত্রী চালক সকলেই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে শান্তি, সুন্দর দেশ গঠণ করা সম্বব।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৪)