শাহ্ আলম শাহী, দিনাজপুর : আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও রেলপথে আমদানিকৃত পণ্য খালাসের দাবিতে দিনাজপুরের হিলিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা উত্তরবঙ্গের সাথে বন্ধ হয়ে যায় সারা দেশে ট্রেন চলাচল। এতে তীব্র গরমে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় হিলি রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সট্রেস ট্রেন থামিয়ে অবরোধ করেন স্থানীয়রা শিক্ষার্থী ও সাধারণ জনতা। পরে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটিও স্টেশনে অবরোধের মুখে পড়ে। এতে তীব্র তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।

খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও রেলওয়ে শান্তাহার জংশনের ট্রাফিক ইনস্পেকটর হাবিবুর রহমান। পরে আগামী ২০ দিনের মধ্যে যাতা বিরতি দেওয়া হবে এমন আশ্বাসে অবরোধ তুলে নেয় শত শত শিক্ষার্থী ও স্থানীয় জনতারা।

এই রেলওয়ে স্টেশনের উপর দিয়ে ঢাকা-পঞ্চগড়-রংপুর-চিলাহাটি গামী প্রায় ১৪ জোড়া ট্রেন চলাচল করে থাকেন।

এতে উত্তরবঙ্গের দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ বেশ কয়েকটি জেলার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)