রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ সোমবার সকালে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ শহীদ উল্লাহ।

এর আগে, তিনি চট্টগ্রামে রাঙ্গাদিয়া সিইউএফএল এর অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বন) এর পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ ২০২১ সালে কেপিএম এর এফ আর এম বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে ঐ পদে আসীন হয়ে দায়িত্ব পালন করেছিলেন। নব যোগদানকৃত কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান কেপিএম এর উর্ধতন কর্মকর্তা মঈদুল ইসলাম, আবুল কাশেম, আল মাহামুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি আবু সরোয়ারসহ কেপিএম এর বিভিন্ন বিভাগীয় শাখা প্রধান, কর্মকর্তা কর্মচারীরা গণমাধ্যকর্মী প্রমুখ।

নবাগত এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, কেপিএম কে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই ঐতিহ্যবাহী মিলটি আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)