সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পশুরসহ সব নদ-নদী, সুন্দরবন বাঁচাতে নদীতে বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে মোংলার পশুর নদীর পাড়ে আজ শনিবার সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার বিশ্ব নদী দিবসে মানববন্ধন ও নদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধন করেছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, নদী একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। জাহাজের বর্জ্য, কয়লা, তেল এবং প্লস্টিক দূষণে সুন্দরবনের প্রাণ পশুর নদের জলজপ্রাণীর প্রজননে সমস্যা হচ্ছে। পশুর নদীতে প্রতিনিয়ত কয়লা ও তেলবাহী জাহাজ ডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। পশুর নদীর স্বাস্থ্য ভালো থাকলে সুন্দরবনও রক্ষা পাবে। একই সাথে সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও বাগেরহাটের সব নদ-নদীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নেতা গীতিকার মোল্লা আল মামুন, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, শেখ রাসেল, তন্বী মন্ডল, প্রদীপ সরকার প্রমূখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)