একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় শিক্ষা ভবন, ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। আজ বুধবার দুপুরে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন, পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন। তিনি তার বক্তব্যে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনাকে একটি নিন্দনীয় কাজ বলে আখ্যা দেন।

মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ঘটনায় জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৪)