বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জামায়াত নেতাকে আটকে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে অতিরিক্ত ডিআইজি, থানার ওসি সহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দি ৪নং আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন বালিয়াকান্দি গ্রামের খন্দকার মনির আজম মুন্নুর ছেলে খন্দকার ফয়সাল বিন মনির।

মামলার আসামীরা হলো, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল করিম হোয়াইট, তার ভাই জুয়েল চৌধুরী, হিমেল চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ, বালিয়াকান্দি থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।

মামলার বাদী খন্দকার ফয়সাল বিন মনির বলেন, তার পিতা রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, জেলা জামায়াত ইসলামির সদস্য ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মনির আজম মুন্নুকে ২০১৬ সালের ২২ এপ্রিল থানায় ধরে নিয়ে নির্যাতন করে। এসময় ক্রসফায়ারের ভয় দেখিয়ে গত ২৩ এপ্রিল ৫লক্ষ টাকা আদায় করে। এ বিষয়ে তাকে ভয়ভীতি দেখায়। ওই সময় মামলা করতে না পারায় দেশের পরিস্থিতি ভালো হওয়ায় এখন আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবি রাজবাড়ী বারের এ্যাড. এসএম শাহারিয়ার জামান রাজীব বলেন, মামলাটি আমলে নিয়ে পিবিআই, ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

(একে/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৪)