রাত পোহালে বিশ্বকর্মা পূজা, শেষ বিকেলে জমজমাট প্রতিমা বিক্রি
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা , সোনার দোকান, যানবাহনগুলোতে এ পূজা পালন করা হয়।
এদিকে, বিশ্বকর্মা উপলক্ষে শহরের থানা মোড়ে চলছে প্রতিমা বেচাকেনা। খোঁজ নিয়ে জানা গেছে, গত দুদিন বৃষ্টি থাকার কারণে খুব একটা প্রতিমা বিক্রি হয়নি এখানে। তবে শেষ দিনে আবহাওয়া ভালো থাকায় বিকেলে অনেক প্রতিমা বিক্রি হতে দেখা গেছে।
এ ব্যাপারে প্রতিমা শিল্পী বাপ্পি পাল জানান, সকাল থেকেই প্রতিভা বিক্রি করছেন তিনি। প্রকার ভেদে প্রতিমা গুলো বিক্রি হচ্ছে ৬০০ থেকে ২০০০ টাকার মধ্যে। অন্যদিকে এই দামে প্রতিমা কিনতে পেরে অনেকটাই সন্তুষ্ট হয়েছেন ক্রেতারা। সবকিছু মিলে আগামীকাল উৎসব মুখর পরিবেশে সারা বিশ্বকর্মা পূজা পালিত হবে।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৪)