একে আজাদ, রাজবাড়ী : বৈরী আবহাওয়ার কারণে টানা ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার বেলা ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।সোমবার সকাল ৯টায় লঞ্চ চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় লঞ্চ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার মিলন মিয়া বলেন, শনিবার সকালে নদী উত্তাল হয়ে বড় বড় ঢেউ তৈরি হয়। এতে এই নৌরুটের লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে ওই দিন বেলা ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

তিনি জানান, সকালে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৪)