শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার সকালে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার তদন্ত (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার শিবপুর এলাকার মো.সিফাত নামে এক যুবকের বাড়ি থেকে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সিফাতের বাড়ী থেকে ১৪টি শর্টগান বুলেট,একটি শর্টগান ব্যারেল,একটি পুলিশ সানগ্লাস ও একটি পুলিশ রিফ্লেক্টর (লাইট) উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার তদন্ত (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করার খবর পেয়েছি। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করছে। সম্পূর্ণ আপডেট পাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।

(এসএএইচএম/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৪)