একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম-২ নাম্বার খেয়াঘাট দখলের অভিযোগ উঠেছে। পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন স্থানীয় বাসিন্দা লিয়ন সরদার খেয়াঘাটটি দখল করে নিয়েছেন বলে জানান ভুক্তভোগী বিষ্ণু কুমার চৌধুরী।

লিয়ন সরদার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তরমোড় গ্রামের প্রবাসী উবায়দুল সরদারের ছেলে।

বিষ্ণু কুমার বলেন, ‘আমরা পাটনী পরিবার। আমরা তিন পুরুষ ধরে এই খেয়াঘাট চালিয়ে আসছি। আমার বাবা ভগবান চৌধরী দীর্ঘদিন ধরে এই ঘাট ইজারা নিয়ে আসছে। বাবা মারা যাওয়ার পর গত দেড় বছর ধরে আমি এই খেয়াঘাটের সঙ্গে আছি। আমি কোনো রাজনৈতিক দলের পদ-পদবীতে নেই। তবুও আমাকে আওয়ামী লীগ বলছে। আমাকে বলে দিয়েছে আর ঘাটে আসবেন না। তারপর আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। আমি সংখ্যালঘু মানুষ। ভয়ে কোথায়ও অভিযোগ করিনি। আমার ইজারা নেওয়ার সব কাগজপত্র আছে। প্রতিবছর ইউনিয়ন পরিষদে টাকা দিয়ে আসি। এবারও বছরের শুরুতে টাকা পরিশোধ করেছি।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই ঘাটের মালিক ছিল ভগবান চৌধুরী। তিনি মারা যাওয়ার পর তার ছেলে এই ঘাট চালাতো। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সে আর ঘাটে আসে না। এখন লিয়ন, মিনালসহ কয়েকজন ঘাটের টাকা-পয়সা নেয়।

লিয়ন সরদার বলেন, ‘ঘাট আগে ভগবান চৌধুরীর নামে ছিল। ওরা চলে যাওয়ার পরে আমি কাগজ করে নিয়ে এসেছি। ওরা চেয়ারম্যানের কাছ থেকে আনছিল। আমি ডিসি অফিস থেকে কাগজ করে নিয়ে এসেছি।’

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, ‘ঘাটটি পূর্ব থেকেই ভগবান চৌধুরী চালিয়ে আসছে। তিনি মারা যাওয়ার পর এখন তার ছেলে চালাচ্ছে। ইউনিয়ন পরিষদে ঘাটের ইজারার টাকা জমা দিয়ে তারা ঘাট পরিচালনা করছে। খাট বেদখল হয়ে গেছে এমন কোনো খবর আমার কাছে নেই।’

(একে/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)