সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে পৈত্রিক মাছের ঘের রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

আজ শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে মো. নাজমুল হুদা।

তিনি বলেন, বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া মৌজায় পৈত্রিক ৭ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মাছের ঘের (খামার) করে আসছে। ১৯৩৬ সাল থেকে এই জমি বংশ পরম্পরায় ভোগ দকল করে আসছে। গত ৩ বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানের ভাইপো জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চিহ্নিত সন্ত্রাসী খান আবুবক্কর একদল সন্ত্রাসী নিয়ে তাদের মাছের ঘেরটি দখল করে নেয়। এরপর গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরদিন তাদের ওই মাছের ঘেরে যান। এরপর গত ২ সেপ্টেম্বর দুপুরে খান আবুবক্করের পালিত সন্ত্রাসীরা ওই মাছের ঘেরে গিয়ে আবারো দখলে নেয়ার চেষ্টা চালায়। আমরা বাধা দিলে ওই সন্ত্রাসীরা আমাদের জীবন নাশের হুমকী দিয়ে যায়। এরপর থেকে তারা কয়েক দফার ঘেরটি দখলের চেষ্টা করছে। আমরা ওই সন্ত্রাসীদের ভয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। এবিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)