রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সিভিল সার্জন অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অপসারণের দাবিতে সিভিল সার্জন অফিসের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সিভিল সার্জনের অফিসে ঢুকেও বিক্ষোভ করতে দেখা যায় তাদের। ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগরওয়ালা ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশীদ খানের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ দাবি করেন আন্দোলকারীরা। এক পর্যায়ে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। প্রমাণ সরূপ ওই দূর্নীতিবাজদের কিছু নথিপত্র সিভিল সার্জনকে পদর্শন করেন আন্দোলনকারীরা।

এছাড়া ফরিদপুরের বিভিন্ন হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিদ্দিকুর রহমানসহ ওই সময় উপস্থিত অন্যান্য কমকর্তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা বিগত দিনের অনিয়ম ও কাজের বিবরণ তুলে ধরে নানা প্রশ্ন করেন।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশে সরকারি সেক্টরগুলোতে দুর্নীতিমুক্ত রাখার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে। পাশাপাশি চিহৃিত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের অপসারণ না হওয়া পর্যন্ত ‌তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ‌অ্যাডভোকেট‌ মেহেরুন নিশা স্বপ্না, আবরার নাদিম ইতু, আশিকুর রহমান, মো. সোহেল, আনিসুর রহমান সজলসহ বেশ কিছু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/আগস্ট ২৯, ২০২৪)