আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ায় ডক্টর মুহাম্মাদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই স্বাগত জানান।

ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ইউনূসের শান্ত ও শান্তির আহ্বানকে সমর্থ করে ও বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে বলেও জানান তিনি।

এর আগে মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেছেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি।

তাছাড়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে।

গত সোমবার (৫ আগস্ট) ছাত্রজনতা অভ্যত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০২৪)