সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বর্ণাঢ্য রালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের কর্মকার পট্টিতে বাজুসের জেলা কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাগেরহাটে বাজুসের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে বর্ণাঢ্য রালী বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বাগেরহাটে র‌্যালী শেষে বাগেরহাট জেলা জুয়েলার্স সমিতির সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় ভদ্রের সঞ্চালনায় বাজুসের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বাজুসের সহ সভাপতি এনাম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক অলোক বকসী, অসীম সরকার, শ্যামল বকসী, উত্তম বকসী, অনন্দ শীলসহ অন্যরা।

আলোচনা সভায় বাগেরহাট জেলা বাজুসের নের্তৃবৃন্দ বলেন, বসুন্ধরা গ্রুপের অন্যতম কর্ণধর সায়েম সোবহান আনভি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহনের পর তার বলিষ্ঠ নেতৃত্বে বাজুস এখন সারা দেশের শক্তিশালী ব্যবসায়ি সংগঠনে রূপ নিয়েছে। সারা দেশের স্বর্ণ ব্যাসায়িদের এক ছাতার নিচে নিয়ে এসেছেন। স্বর্ণ ব্যবসায় হয়রানি বন্ধে পরিচয় পত্রের ব্যবস্থা করেছেন। তার নের্তৃত্বে দেশে তৈরী স্বর্ণালংকার বিদেশে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা তৈরী হয়েছে। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভি তার দূরদর্শী চিন্তায় দেশে প্রথম স্বর্ণ রিফাইনারী কারখানা তৈরীর কাজ প্রায় শেষ হয়েছে। এই স্বর্ণ রিফাইনারীতে উৎপাদিত স্বর্ণবার বিদেশে বাংলাদেশের ভাবমুর্তিকে আরোপ উজ্জল করবে।

(এসএসএ/এএস/জুলাই ১৮, ২০২৪)