স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন অ্যাডভোকেট সিগমা হুদা আর নেই। 

বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ঢাকায় ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অ্যাডভোকেট সিগমা হুদা প্রয়াত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী।

নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির পক্ষ থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

সিগমা হুদার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন।

২০০৪ সালে মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পেয়েছিলেন সিগমা হুদা।

(ওএস/এএস/জুলাই ১৮, ২০২৪)