রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহর ‌কৃষকলীগের বৃক্ষরোপণ ও কর্মীসভা অনুষ্ঠান আজ বুধবার বিকেলে শহরের আলিপুরে অবস্থিত আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর পৌর কৃষকলীগের আহবায়ক কামরুল হাসান বাবলু সভাপতিত্বে ও সদস্য সচিব দেবদাস সাহা দেবু এবং যুগ্ম আহবায়ক নসরুখান আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি ‌ শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. গোলাম কবির, কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক শেখ এডভোকেট জামাল হোসেন মুন্না, কৃষক লীগ ফরিদপুর পৌরসভার ১৩,১৪,১৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কৃষক লীগের যুগ্ম আহবায়ক নাজনীন আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‌ বাংলাদেশ এগিয়ে চলছে। কিন্তু সম্প্রতি ‌কোটা আন্দোলনকারীরা দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করায় পায়তারা করছে। তারা বিএনপি জামাতের সঙ্গে মিশে আবারও দেশে একের পর এক নাশকতা সৃষ্টি করছে।

সভা থেকে এ সকল কর্মকান্ডের ‌ তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জানান।

অনুষ্ঠানে কৃষক লীগ নিয়ে ‌স্বরচিত গান পরিবেশন করেন সংগঠনে যুগ্ম সম্পাদক একে আজাদ চৌধুরী পরাগ।

এর আগে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ কৃষক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/জুলাই ১৭, ২০২৪)