বিশেষ প্রতিনিধি : কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সশস্ত্র দফায় দফায় হামলা, গুলিবর্ষণসহ আক্রমণে শহীদ শিক্ষার্থীদের আত্নার মাগফেরাত কামনায় রাজবাড়ী জেলা গণতান্ত্রিক আন্দোলনে সমমনা দলের আয়োজনে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গায়েবী জানাজার পূর্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ হারুন প্রমুখ। পরে গায়েবী জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে জেলা ছাত্রদলের উদ্দ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আজাদী ময়দানের গেইটে পৌছালে পুলিশ বাঁধা দেয়। সেখানে বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান। পরে সেখান থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আমি নিজেও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার নানা মুক্তিযোদ্ধা। আমি নিজেই চাই না এ কোটা।

বক্তারা দ্রুত কোটা বাস্তবায়নের সমর্থন জানিয়ে সাধারণ ছাত্র হত্যাকারী সরকারের পদত্যাগ দাবী করেন।

(একে/এসপি/জুলাই ১৭, ২০২৪)