কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : স্মার্ট জাতীয় পরিচয় পত্রের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা  হয়েছে। সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়ার হাতে তার স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আগামী ১৮ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২লাখ ৪হাজার ৪৭৮ টি স্মার্ট কার্ড বিতরন করা হবে। সোমবার দুপুরে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাবিহা আক্তারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, ভাইস চেয়ারম্যান মাওলানাঃ হারুন অর রশিদ ফারুকী, ওসি মোঃ এনামুল হক পি.পি.এম (সেবা), সান্দিকোনা ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ নুরুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

(এসবিএস/এএস/জুলাই ১৫, ২০২৪)