ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে এই প্রথম একজন নারী কৃষি বিজ্ঞানী মহাপরিচালক পদে যোগদান করেছেন। নবনিযুক্ত মহাপরিচালক ড. ফেরদৌসি ইসলাম রবিবার (১৪ জুলাই)  বিকেলে ঈশ্বরদীস্থ বিএসআরআই এর প্রধান কার্যালয়ে যোগদান করে দায়িত্বভার বুঝে নিয়েছেন।

ড. ফেরদৌসি ইসলাম গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের (বারি) পরিচালক সেবা ও সরবরাহ) এর দায়িত্ব পালন করছিলেন। তিনি সদ্য বিদায়ী মহাপরিচালক ড. ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন।

এরআগে গত ১০ জুলাই কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ অধিশাখার আদেশে ড. ফেরদৌসি ইসলামকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে মহাপরিচালক পদে পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মু. মনিরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ড. ফেরেেদৗসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। কৃষি গবেষণা ইনস্টিউটে থাকাকালীন নিজস্ব গবেষণায় সবজির নয়টি জাত উদ্ভাবন করেন এবং কৃষি প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন।

(এসকেকে/এসপি/জুলাই ১৫, ২০২৪)