রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. অপরাজিতা আঁখিকে পরিকল্পিত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এসময় গাইনী বিভাগের অধ্যাপক শংকর প্রসাদ বিশ্বাসকে কয়েকঘন্টা কক্ষে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডা. অপরাজিতা আঁখি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের স্ত্রী।

গত শনিবার যশোরের অভয়নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রবিবার সকালে মেডিকেল কলেজ চত্বরে এই কর্মসূচিতে সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা অভিযোগ করেন, অপরাজিতা আঁখিকে তার স্বামী রাহুল কৌশলে হত্যা করেছেন। তবে এটিকে আত্মহত্যা বলে প্রচার করছে রাহুলের পরিবার। এর সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৫ম বর্ষের সামিয়ান বিন ইমু, ফারহা সামান্থা রহমান, প্রিতম দাস, ৪র্থ বর্ষের মিনহাজুর রহমান প্রমুখ।

(আরকে/এএস/জুলাই ১৪, ২০২৪)