ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রয়াত সাংবাদিক রতন সরকারের স্মরণ সভা করেছে নীলফামারী প্রেসক্লাব। আজ শনিবার রাতে শহরের কাজি নজরুল ইসলাম হল (বিডি হল) সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় জেলা সদরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে স্মরণ সভায় সূচনা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম। ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান রাফিনের সভাপতিত্বে স্মৃতিচারণে অংশ নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, খোলা কাগজের মোশারফ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের আব্দুল বারী, ৭১ টিভির বিজয় চাক্রবর্তী কাজল, এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন, প্রথম আলোর মীর মাহমুদুল হাসান আস্তাক, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল হোসেন, রতন সরকারের ছোট ভাই ওয়াজেদুর রহমান কনক, প্রেসক্লাবের সহ-সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান।

বক্তারা রতন সরকারের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।

(ওআরকে/এএস/জুলাই ১৩, ২০২৪)