কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : "উন্নয়নের রেলগাড়িতে নতুন নতুন বগি সংযুক্ত হচ্ছে, স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ গাড়ি চলতেই থাকবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপর আস্থা রাখুন।" ফরিদপুরের বোয়ালমারীতে একটি ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি ।

১৩ জুলাই শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার সংলগ্ন কুমার নদের উপর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ৬৪ মিটার গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো আব্দুর রহমান এমপি। এ ব্রিজ টি নির্মাণের ফলে ফরিদপুর সদর উপজেলার চতরের সাথে বোয়ালমারী উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হবে।

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর এলজিআরডির নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভীর হাসান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এম শফিউল্লাহ সাফি,সাতৈর ইউপি চেয়ারম্যান রফিউল আলম মিন্টুসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

(কেএইচএফ/এএস/জুলাই ১৩, ২০২৪)