সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি পরিবহনের সংঘর্ষের শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের একযাত্রী নিহত হয়েছে। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ১০ যাত্রীআহত হয়েছেন। শনিবার (১৩জুলাই) সকালে বাগেরহাট- ঢাকা জাতীয় মহসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। শ্রীধর গাঙ্গুলী ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছেন পুলিশ।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, শনিবার সকালে ৮টার দিকে বাগেরহাট-ঢাকা জাতীয় মহসড়কে শরণখোলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহনের বাসটি ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহনটি দ্রুত বেগে যাওয়ার সময় উভয় পরিবহের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোলা পরিবহনটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

সংঘর্ষে রাজিব পরিবহনের যাত্রী শ্রীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এসময় উভয় পরিবহনের ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে।

(এসএসএ/এএস/জুলাই ১৩, ২০২৪)