একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী পাংশার চরাঞ্চলে সম্প্রতি রাসেলস্ ভাইপার (চন্দ্রবোরা) সাপ বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে। 

পাংশা উপজেলা কৃষি অফিসের আয়োজনে গত মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে ৪০ জোরা গামবুট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পাংশার চরাঞ্চলে সম্প্রতি রাসেলস্ ভাইপার (চন্দ্রবোরা) সাপ বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার প্রান্তিক কৃষকরা আতংকের মধ্যে রয়েছে। সাপের ভয়ে চরে আবাদকৃত ফসল রক্ষনাবেক্ষন এবং তা সংরক্ষন করার লক্ষে তারা চরে যেতে পারছে না। আজ আমরা তাদের আতংকিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছি, পাশাপাশি সাপের কবল থেকে সুরক্ষার জন্য কৃষি অফিসের পক্ষ থেকে ৪০ জনকে গামবুট দেয়া হয়েছে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে আরো দেওয়ার চেষ্টা করা হবে।

(একে/এসপি/জুলাই ১২, ২০২৪)