শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : বন্যা ও নদী ভাঙন উপেক্ষা করে বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নে উপনির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ১১ জুলাই বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। আনুষ্ঠানিক ভাবে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেহজাবিন বিনতে আসিফ টেবিল ফ্যান, কারিমুল ইসলাম মোটরসাইকেল, নজরুল ইসলাম লিচু অটোরিক্সা, হান্নান মিয়া ঘোড়া, হাবিবুর রহমান হবি চশমা, হাবিবুর রহমান ওয়াকার আনারস।

আগামী ২৭ জুলাই নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই ইউনিয়নে ভোটার সংখ্যা ২৩৮০০। পুরুষ ভোটার ১১৫০০। মহিলা ভোটার ১১৫০৮, ১০টি ভোটকেন্দ্রে ৬১টি ভোট কক্ষে ভোটাররা ইলেকট্রিক পদ্ধতিতে ইভিএম এর মাধ্যমে ভোট প্রধান করবে।

মোঃ আনোয়ার হোসেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) জানিয়েছেন, বন্যায় পরিস্থিতি অবনতি, নদী ভাঙ্গন ও ভোটার অনুপস্থিতিটি বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এছাড়াও তিনি জানিয়েছেন ইতোমধ্যেই নির্বাচন পিছানোর জন্য ৩ টি আবেদন তার দপ্তরে জমা পড়েছে। এগুলো সরজমিনে দেখবেন বলে জানিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নিলাখিয়া ইউনিয়নে বন্যার্তদের জন্য ইতোমধ্যে ৮ মেট্রিক টন চাউল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও বন্যা তোদের জন্য শুকনো খাদ্য বিতরণ করা হয়েছে। সরজমিনে দেখা গেছে নীলাখিয়া ইউনিয়নের সিংহভাগ এখনো বন্যার জলে নিমোজিত। দশানী নদীর ভাঙ্গনের শিকার হয়ে কুশল নগর গ্রামের শতাধিক পরিবার বাস্তহারা। অনেক জায়গায় নদী ভাঙ্গনের জন্য সীমানাও পরিবর্তন হয়েছে। এলাকায় খাদ্য অভাব সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই অবস্থায় ভোটাররা সহজভাবে নির্বাচন মেনে নিতে পারছে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বন্যার পরবর্তী সময়ে নির্বাচন করার জন্য সাধারণ ভোটাররা দাবি তুলেছে। বিষয়টি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা সানিয়ার জামান তালুকদারের নিকট জানতে চাইলে তিনি জানিয়েছেন, বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করছেন।

(এসপি/এসপি/জুলাই ১১, ২০২৪)