রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ও সাবেক সভাপতি মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লার ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং ‌ সাধারণ সম্পাদক ‌মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শামসুদ্দিন মোল্লার ছেলে ফরিদপুর প্রেসক্লাবের ‌সদস্য জুবায়ের জাকির, কে এম কামরুজ্জামান কাফি, শামসুদ্দিন মোল্লার নাতনি ‌লায়লা খন্দকার, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ‌ মফিজ ইমাম মিলন।

অনুষ্ঠানের মরহুম শামসুদ্দিন মোল্লার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন তিনি শুধু একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না একজন ভালো মানুষও ছিলেন। তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন।

অনুষ্ঠানের আগে ‌তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ‌পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও ফরিদপুরে কর্মরত ‌বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাল্যবন্ধু প্রয়াত জননেতা শামসুদ্দিন মোল্লা তাঁর জীবদ্দশায় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করেছেন। তারমধ্যে, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান রচয়িতার অন্যতম সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতির সভাপতি, ফরিদপুর জেলা গভর্ণর, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, ফরিদপুর বারের সাবেক সভাপতি, ফরিদপুর আইন কলেজের প্রতিষ্ঠাতা, ফরিদপুর রেড ক্রিসেন্টের সাবেক সভাপতি প্রভৃতি উল্লেখযোগ্য।

(আরআর/এএস/জুলাই ১১, ২০২৪)