স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে ব্রাজিল। গতকাল রবিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে যায় দরিফাউ জুনিয়রের শিষ্যরা। এতেই থেমে যায় ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের মিশন।

স্বপ্নভঙ্গের বেদনা তো আছেই, ব্রাজিলের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেস। ইন্টার মায়ামি তারকা জানিয়েছেন, উরুগুয়েকে নিয়ে কথা বলতে হলে আগে দেশটির ইতিহাস জানতে হবে।

মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এমন মন্তব্য করলেন সুয়ারেস? উত্তর পেতে তাকাতে হবে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগের দিকে। সেমিতে ওঠার লড়াইয়ের আগে উরুগুয়ের চেয়ে ব্রাজিলকে এগিয়ে রেখেছিলেন সেলেসাও মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা। সেটা তিনি রাখতেই পারেন। কিন্তু পেরেইরা যেভাবে সে কথাটা বলেছিলেন, সেটা ভালো লাগেনি সুয়ারেসের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেরেইরার বলেছিলেন, ‘উরুগুয়ের জাতীয় দল খুবই ভালো, তবে আপনি যদি নামগুলো দেখেন, আমাদের মতো একটা দল তাদের জন্য স্বপ্ন।’

পেরেইরার এমন মন্তব্য যে উরুগুয়ে ভালোভাবে নেয়নি, সেটা ম্যাচের আগেও জানিয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। এরপর সেমিতে ওঠার লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে পেরেইরার মন্তব্যের কড়া জবাব দিলেন সুয়ারেস।

ইন্টার মায়ামি স্ট্রাইকার বলেছেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা মিডফিল্ডার, শীর্ষ পর্যায়ের খেলোয়াড় আছে। উরুগুয়েকে নিয়ে কথা বলতে হলে আপনাকে অবশ্যই একটু বেশি সম্মান করতে হবে। উরুগুয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে।’

এদিকে ম্যাচের পর অবশ্য পেরেইরা দাবি করেছেন, তিনি মোটেও উরুগুয়েকে অসম্মান করেননি। ব্রাজিল মিডফিল্ডারের ভাষায়, ‘আমি শুধু বলেছিলাম যে, (উরুগুয়ে দলটি) আমার ভালো লেগেছে এবং আমাদের খেলোয়াড়েরা আরও ভালো। এখন এটাকে ব্যবহার করে যদি তারা সুবিধা নিতে চায়, তাহলে যা খুশি তাই করতে পারে। কিন্তু আমি উরুগুয়ের প্রতি কোনো অসম্মান দেখাইনি।’

(এসএস/এসপি/জুলাই ০৮, ২০২৪)