স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তারা ট্রেন থেকে পড়ে কাটা পড়েছে না কি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেননি। ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের লোক।

মরদেহগুলো উদ্ধারের আগে ঢাকামুখী তিনটি ট্রেন চলাচল করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এরমধ্যে কোনো একটি ট্রেনে তারা কাটা পড়তে পারেন। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ করবে।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৪)