মাগুরা প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় বিভিন্ন স্থানে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

মাগুরা সদরের ও বিভিন্ন উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুরূপ ভাবে মহম্মদপুর সদরের বাজার রাধানগর রাধাগোবিন্দ্র মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রবিবার (৭ জুলাই) উপজেলা সদরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুরূপ ভাবে উপজেলা নহাটা শ্মশান কালীবাড়ি প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা জগন্নাথ দেবের পূজা শেষে রথের দড়ি ধরে রথ টানতে দেখা যায়। এছাড়া আবির মাখা এবং মন্দির চত্বরে রথ যাত্রার মেলা বসে। মেলায় বিভিন্ন খাদ্য সামগ্রী ও মাটির তৈরি খেলনা, পুতুল, বাঁশ বেতের তৈরি, চালন, কুলা, ডালা, মেলায় পাওয়া যায়। আগামী এক সপ্তাহ পরে উল্টো রথের আয়োজন করবেন বিভিন্ন মন্দির কমিটি।

(বিএস/এসপি/জুলাই ০৭, ২০২৪)