রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে পাচারকালে এক কেজি ৬১ গ্রাম সোনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তের খোরশেদের বাড়ির সামনে থেকে এসব আটক করা হয়।

আটককৃত চোরাকারবারির নাম মাসুদ রানা (২৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে সোনা পাচার করা হবেএমন গোপন খবরের ভিত্তিতে টহলরত বিজিবি হাবিলদার শহীদুল ইসলানের নেতৃত্বে বিজিবি সদস্যরা কৃষি ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার দেহ তল্লাশী করে অর্ন্তরবাসের মধ্যে রাখা একটি সোনার বার উদ্ধার করেন। যার ওজন এক কেজি ৬১ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ছয় লাখ ৭৩ হাজার ১০০ টাকা। আটককৃত সোনা ৩৩ ব্যাটালিয়ন কমান্ডারের মাধ্যমে ট্রেজারীতে জমা দেওয়া হবে। সদর থানায় মামলা দেওয়া হবে পাচারকারি মাসুদ রানার বিরুদ্ধে।

(আরকে/এএস/জুলাই ০৭, ২০২৪)