রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের উদ্যোগে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৬ জুলাই) বিকেলে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর যুব মহিলা লীগের আহবায়ক রুকশানা আহমেদ মেহেরী'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শামসুল আলম চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগ আহ্বায়ক কমিটির সদস্য তাহামিনা আক্তার রনি, নাসরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ‌ নাজমুন নাহার ও আহ্বায়ক কমিটির ‌ সদস্য বিনা পারভিন।

সভায় বক্তারা যুব মহিলা লীগের বিগত দিনের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ফরিদপুর জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। সভা শেষে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

(আরআর/এএস/জুলাই ০৭, ২০২৪)