শেখ ইমন, ঝিনাইদহ : ৪০ বিঘা খেতজুড়ে কলার বাগান। বেশির ভাগ গাছে দায়ের কোপ, গাছগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মাটিতে। দুর্বৃত্তরা রাতের আধারে এলোপাতাড়ি কোপ দিয়ে নষ্ট করেছে ২৫ কৃষকের হাজার হাজার কলাগাছ। কিছুদিন পরেই গাছে কাদি আসা শুরু হতো। এ ঘটনায় অনেক কৃষক সর্বশান্ত হয়ে গেছে। এক রাতের মধ্যেই এত কৃষকের পেটে লাথি দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে। গত শুক্রবার রাতে কৃষকদের এমন সর্বনাশ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক শাহিন আলম কষ্টে গড়ে তোলা খেতের এ অবস্থা দেখে বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়।প্রতিপক্ষের ফসলহানি করা কোনো রাজনীতি হতে পারে না। এভাবে এত কৃষককে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা হলো। আর কয়েকদিন পরেই কলাগাছে কাদি আসা শুরু হতো। কিন্তু সব শেষ হয়ে গেল। এখন সার ও কীটনাশক দোকানের বকেয়া পরিশোধ করব কীভাবে?’

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সাথে রইচ উদ্দিন কমান্ডারের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা।

কৃষক রেজাউল করিম বলেন, 'মাঠে অন্তত ২৫ জন কৃষকের জমির ফসল নষ্ট করে দিয়েছে। গ্রামে আমাদের সামাজিক দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।'

আরেক কৃষক কামরুল ইসলাম বলেন, 'আমাদের এতবড় ক্ষতি করেছে যা পুরণ হবার না। সামাজিক প্রতিপক্ষের লোকজন আমাদের খেতের ফসল নষ্ট করেছে। আমাদের সাথে শত্রুতা থাকতেই পারে। তাই বলে আমাদের ফসল নষ্ট করবে? আমরা এর উপযুক্ত শাস্তি দাবী করছি।'

এ ব্যাপারে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, 'সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে জানতে পেরেছি সামাজিক দ্বন্দ্বের কারণে এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।'

(এসআই/এসপি/জুলাই ০৬, ২০২৪)