ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির কথাবার্তায় মনে হয় খালেদা জিয়া যখন অসুস্থ হন, তখন নেতারা খুশি হন। তারা বলেন, বিদেশে নেওয়া ছাড়া বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। কিন্তু প্রতিবারে দেখা যায় তিনি দেশে সুস্থ হয়ে ঘরে ফিরে যান। তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটিই হচ্ছে বড় প্রশ্ন। তাছাড়া এখন বিএনপির নেতাদের তারেক ভূতে পেয়ে বসেছে। নেতারা পদ নিয়ে শঙ্কার মধ্যে আছেন। মির্জা ফকরুল আলমগীর সাহেবও শঙ্কায় থাকেন।

নীলফামারীর সৈয়দপুরে ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টে আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

সভায় মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, "নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, প্রতিযোগিতা ছিল। নির্বাচনে জয়-পরাজয় থাকবে। কিন্তু সেটা নির্বাচনের পর ভুলে যেতে হবে। দেশনেত্রী শেখ হাসিনা এখনও দিনে ১৮ ঘন্টা কাজ করেন। তাই আমাদের দলের নেতা-কর্মীদের আলস্য পেয়ে বসলে সেটি সমীচীন হবে না।"

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাংসদ শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ. এন. আশিকুর রহমান, রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ রংপুর বিভাগীয় মহানগর জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়রগণ উপস্থিত ছিলেন।

(ওআরকে/এএস/জুলাই ০৫, ২০২৪)