গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কয়েকমাস ধরে আমার সাবেক এক সহকর্মী আমাকে নিয়ে নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছে।

সবশেষ গত ২ জুলাই মোহাম্মদপুরের আজিজিয়া মহল্লার রিক ভবন গলিতে ওই সহকর্মীর যোগসাজশে তারই এক ছাত্রী আমাকে ডেকে নিয়ে যায়। কিছু সময় পর মেয়েটি আমাকে সেখানে রেখে কৌশলে সটকে পড়ে। আমি বুঝতে পারি কোনো কিছু ঘটতে যাচ্ছে। সে সময় অর্তকিত ভাবে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটা দল আমাকে ঘিরে ফেলে। পরে পাশের একটি ভবনের নিচতলায় আমাকে নিয়ে গিয়ে আমার কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। পরে তারা আমার বাসায় এসে আমার ব্যবহৃত ওয়ারড্রব ভেঙে নগদ ৩৫ হাজার টাকা, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, অগ্রনী ও সোনালী ব্যাংকের চেক বই, এটিএম কার্ড নিয়ে যায়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে আমার ওই সহকর্মী বিভিন্ন ব্যক্তি দিয়ে হয়রানিমূলক কর্মকান্ড চালাচ্ছে। এতে করে আমার সামাজিক, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রভাষক উজ্জ্বল আলী